শুক্রবার রাজধানীর নিউমার্কেট ও পলাশী কাাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, শসা ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ৮০ টাকা, ধন্দুল ৮০ টাকা এবং ঝিঙা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি চিচিঙ্গা ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, ছোট বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন বলেন, “এখন প্রায় প্রতিটি সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। কিছু কিছু সবজির দাম এর চেয়েও বেশি। বিগত চার মাস...