১০ অক্টোবর ২০২৫, ১২:২৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম ক্ষমতা হারালেন পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলো। বুধবার (৭ ডিসেম্বর) অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার পক্ষে ভোট দিয়েছে পেরুর কংগ্রেস। আইনসভা ভেঙে দেয়ার চেষ্টা করে দেশকে সাংবিধানিক সংকটে ফেলার কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষমতাচ্যুত হলেন কাস্তিলো। বার্তা সংস্থা রয়টার্স জানায়, কংগ্রেস ভেঙে দেয়ার জন্য কাস্তিলোর প্রচেষ্টা উপেক্ষা করে আগের পরিকল্পনা অনুযায়ী বুধবার অভিশংসন প্রক্রিয়ার দিকে এগিয়ে যান আইনপ্রণেতারা। এদিন প্রেসিডেন্ট কাস্তিলোকে অপসারণের পক্ষে ভোট দেন ১০১ জন, বিপক্ষে ৬ জন এবং ভোট দেয়া থেকে বিরত থাকেন ১০ জন আইনপ্রণেতা। পরে উল্লাসের সঙ্গে ভোটের ফল ঘোষণা করা হয়। এদিকে এর পরপরই পেরুর নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কাস্তিলো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। এর মধ্যদিয়ে দক্ষিণ আমেরিকার এ দেশটির প্রথম...