বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণ কমছে না। শুক্রবার (১০ অক্টোবর) ছুটিরও দিনও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর।শুক্রবার বেলা ১১টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।তালিকার শীর্ষে অবস্থান করা বাগদাদ শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ১৮৬ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ শহরটির দূষণ স্কোর ১৮১ অর্থাৎ সেখানকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ শহরটিরও দূষণ স্কোর ১৭৯ অর্থাৎ এখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’। আর ১৬২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে থাকা ঢাকার বায়ুও ‘অস্বাস্থ্যকর’।রাজধানীতে বজ্রসহ বৃষ্টি আভাস, তাপমাত্রা নিয়ে নতুন বার্তাআইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০...