আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আলজেরিয়া। মুলত রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্সের উপর ভিত্তি করেই সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আফ্রিকার চতুর্থ দল হিসেবে মূলপর্বে উঠলো তারা। ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটির সাবেক তারকা মাহরেজ দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন। খেলার শুরু থেকেই তার নিখুঁত ক্রস থেকে মোহাম্মদ আমুরা গোল করে আলজেরিয়াকে এগিয়ে নেন। ম্যাচের ১৯তম মিনিটে মাহরেজ নিজেই এক দুর্দান্ত হাফ-ভলিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর দ্বিতীয়ার্ধে আবারও মাহরেজের জাদুতে এগিয়ে যায় আলজেরিয়া। বিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক পাস করেন আমুরাকে। আমুরা সেই সুযোগ মিস করেননি। আলজেরিয়ার হয়ে তৃতীয় গোলটি করান এই তারকা। তারপর বিশ্রাম দেওয়া হয় দুইজনকেই। আলজেরিয়ার বড় জয় আটকাতে পারেনি সোমালিয়া। ওরানের দর্শকে ভরা স্টেডিয়ামে খেলা শেষে উল্লাসে ফেটে পড়ে...