কোনো রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি জানান, তাঁর দল ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে নুরুল হক নুর এই অবস্থান তুলে ধরেন। নুরুল হক নুর অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের বক্তব্যকে উপেক্ষা করে বিভিন্ন গণমাধ্যমে মনগড়া বা অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা হচ্ছে। তিনি তাঁর পোস্টে লেখেন, "আচ্ছা, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোথাও কি কখনো বলা হয়েছে আমরা অমুক দল-তমুক দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা করেছি? গত এক বছরে অন্তত এক শবার মিডিয়ার সামনে বিভিন্ন প্রগ্রামে বলেছি, আমাদের কারো সঙ্গে জোট বা আসন সমঝোতা হয়নি।" তিনি আরও বলেন, নির্বাচন ঘনিয়ে...