২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শুক্রবার প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সিউল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রীতি ম্যাচে আবারও ৪-২-৪ ফরমেশনে নামার ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।আনচেলত্তির অধীনে এ পর্যন্ত চার ম্যাচে দুটি জয়, একটি ড্র এবং একটি হার দেখেছে ব্রাজিল। এবারও আক্রমণভাগে আগ্রাসী ফুটবল খেলাতে চান অভিজ্ঞ এই ইতালীয় কোচ।রিয়াল মাদ্রিদের একাধিক তারকা জাতীয় দলেও থাকায় অনেকে মনে করছেন আনচেলত্তি হয়তো পরিচিত মুখের ওপর নির্ভর করছেন। তবে কোচ স্পষ্ট করে জানিয়েছেন, এই স্কোয়াড এখনো চূড়ান্ত নয়।‘আমি এই খেলোয়াড়দের ভালোভাবে চিনি; কিন্তু জাতীয় দলের পরিধি অনেক বড়। দলের পরিবেশটা দারুণ—ইতিবাচক ও পেশাদার। আমি নিশ্চিত, এই মনোভাবেই আমরা বিশ্বকাপে শক্ত অবস্থানে যাব,’—বলেন আনচেলত্তি।ব্রাজিলের খেলোয়াড়দের কাছে মাঠে প্রমাণ চাইলেন আনচেলত্তিদীর্ঘ চোটের পর ব্রাজিল দলে ফিরেছেন ডিফেন্ডার এদের মিলিতাও।...