রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। শুক্রবার (১০ অক্টসকাল ৭টার দিকে নগরে পবা উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের আনসার ক্যাম্পের কাছে একটি যানবাহন মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিব শংকর রায় মারা যান। আর আসাদুজ্জামানকে গুরুতর জখম অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন।মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামান ভোরে মাছ ধরার জন্য নওহাটার দিকে যাচ্ছিলেন। তারা আসাদুজ্জামানের ভ্যাসপা মোটরসাইকেলে চেপে নওহাটার দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের পেছনে থাকা শিব...