মেয়েদের প্রসাধনী, হস্তশিল্প, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা হরেক রকম খেলার সামগ্রী সবই রয়েছে। দেখতেও আর দশটা মেলার মতোই। কিন্তু ব্যতিক্রম হলো এখানে যারা দর্শনার্থী ও ক্রেতা, তারা সবাই নারী। এই মেলায় কোনও পুরুষ প্রবেশ করতে পারে না। তাই তো মেলার নাম হয়েছে ‘বউমেলা’। মঙ্গলবার (৭ অক্টোবর) ব্যতিক্রমী এই মেলা হয়ে গেলো দিনাজপুরের ফুলবাড়ীতে। ৬৬ বছরের পুরোনো এই ঐতিহ্যবাহী বউমেলা বসে সনাতন ধর্মাবলম্বীদের ধন-সম্পদের দেবী শ্রী শ্রী লক্ষ্মীপূজার পরের দিন। প্রতি বছরের মতো এবারও মঙ্গলবার দিনব্যাপী মেলা বসে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর গ্রামের সর্বজনীন দূর্গামন্দির প্রাঙ্গণে। তবে নারীদের জন্য মূল মেলা বসে দুপুরের পর, যা চলে সন্ধ্যা পর্যন্ত। সরেজমিনে দেখা যায়, মেলায় বসে শতাধিক দোকানপাট। যেখানে রয়েছে নারীদের প্রসাধনীসামগ্রী, শিশুদের খেলনাসামগ্রী, গৃহসজ্জাসহ প্রয়োজনীয় নানান রকম জিনিসপত্র ও নানান খাবারসামগ্রী। তবে এখানে...