রাজধানীতে জাতীয় ঈদগার সামনের কদম ফোয়ারা সংলগ্ন ফুটপাথে থেকে অজ্ঞতানামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতের বিভিন্ন সময় শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও তৎসংলগ্ন এলাকা থেকে এসব মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপর পরিদর্শক (এসআই) পারভেজ আহমেদ বলেন, “আমরা ৯৯৯-এ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।” এস আই পারভেজ জানান, নিহত বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। ধারণা করা হচ্ছে অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)...