শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে ফরিদপুরের বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। তবে সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। পাশাপাশি বাজার থাকা অন্য সবজির দামও কমেনি। ফরিদপুরের স্থানীয় চাহিদা পূরণে বেশিরভাগ সবজি আসে যশোর, মাগুরা অঞ্চল থেকে। প্রতিদিন ভোরে এসব এলাকা থেকে বিভিন্ন প্রকারের সবজি নিয়ে আসেন বিক্রেতারা। তারা বলছেন, ধারাবাহিক বৃষ্টিতে সবজির ক্ষেত ক্ষতির মুখে রয়েছে যে কারণে বাজার এখনো ঊর্ধ্বমুখী। স্থানীয়ভাবে উৎপাদন বাড়লে দাম কমে আসবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে ফরিদপুর শহরের সবজির অন্যতম বড় পাইকারি বাজার হাজী শরিয়াতুল্লাহ বাজার ঘুরে দেখা গেছে আগাম শীতকালীন সবজির মধ্যে দেশি টমেটো ১৩০ থেকে ১৫০ টাকা, আমদানিকৃত টমেটো ১০০ টাকা, সিম ১৪০ টাকা, ফুলকপি ৯০-১০০ ও ধনিয়া পাতা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। এছাড়া, কেজি প্রতি বেগুন...