১০ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:০৭ পিএম নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুতপৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মা নিজেই বিদ্যুতস্পর্শে মারা গেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ছোট বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। এছাড়া বিদ্যুতস্পর্শে আহত হয়েছেন নিহতের মেয়ে ও তার শ্বাশুরী। নিহত মায়ের নাম রোজিনা আক্তার (৩৫)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কামারপাড়া এলাকার সোহের মিয়ার স্ত্রী। আড়াইহাজারে স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজের কারণে অত্র এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক মাস আগে সোহেল মিয়া তার পরিবারসহ স্থানীয় একটি কারখানায় কাজের সুবাদে ছোট বিনাইরচর শফিকুল ইসলামের বাড়িতে উঠেন। বাড়িতে উর্ধ্বমূখী সম্প্রসারণের কারণে দোতলায় বিদ্যুতের কভারবিহীন তারের সংযোগ লাইন গেছে। মালিক বারবার বিদ্যুত অফিসকে তারের নিরাপদ সংযোগ বা...