১০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৪৩ পিএম বন্দর থানার জাঙ্গাল মালিবাগ এলাকায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। এতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে কমপক্ষে ১০-১২ জন নারী ও পুরুষ যাত্রী গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৫টার দিকে সোনারগাঁও থেকে ঢাকাগামী বাসটি বেপরোয়া গতিতে চলছিল। বন্দর থানার জাঙ্গালস্থ মালিবাগ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, ফলে যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ র্মোশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়েছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, উদ্ধার...