ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর এবং ৭২ ঘণ্টার মধ্যে সেখানে আটক ইসরাইলি পণবন্দীদের হস্তান্তরের প্রক্রিয় শুরু হবে। মধ্যস্থতাকারীরা চুক্তিটি ঘোষণা করার প্রায় ২৪ ঘণ্টা পর, শুক্রবার (১০ অক্টোবর) সকালে ইসরাইলি মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিতে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরাইলি পণবন্দীদের হস্তান্তর এবং গাজায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজা থেকে ইসরাইলি বাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার শুরু করার কথা বলা হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেছেন, ‘সরকার এইমাত্র জীবিত ও নিহত সব পণবন্দীকে মুক্তির বিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে।’ চুক্তি ঘোষণার পর ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। গাজায় দুই বছরের যুদ্ধের অবসানের জন্য...