গাজার ওপর ইসরায়েলি যুদ্ধের স্থায়ী সমাপ্তির পথে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটি হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অন্তরায়। যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সম্মত হলেও দুই পক্ষের মধ্যে এখনও বেশ কয়েকটি গুরুতর মতভেদ রয়ে গেছে, বিশেষত ফিলিস্তিনি সংগঠনটির অস্ত্রভাণ্ডার নিয়ে। ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, গাজার ওপর দুই বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটাতে হলে হামাসকে তার সব অস্ত্র সমর্পণ করতে হবে। পাশাপাশি, হামাসকে গাজার শাসনক্ষমতা ছেড়ে দিতে হবে এবং সংগঠন হিসেবে নিজেকে ভেঙে দিতে হবে। অন্যদিকে, হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করলেও বিশেষজ্ঞরা বলছেন, সংগঠনটি ব্যক্তিগত আলোচনায় তাদের কিছু অস্ত্র হস্তান্তরে আগ্রহ দেখিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস (ইসিএফআর)-এর ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ক বিশেষজ্ঞ হিউ লাভাট আল জাজিরাকে বলেছেন, “নিরস্ত্রীকরণের ক্ষেত্রেই হামাসের অবস্থানে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে। হামাস কর্মকর্তারা...