রোজকার জীবনযাপনের মধ্যে যেকোনো সময়ই একজন নারী তাঁর স্তনে যেকোনো অস্বাভাবিকতা লক্ষ করতে পারেন। সুস্থতার চর্চায় সব নারীর জন্যই প্রতি মাসে একবার নিজের স্তন পরীক্ষা করা জরুরি। কৈশোরেই এ পরীক্ষার নিয়মকানুন শিখে নিয়ে নিয়মিত চর্চা করা প্রয়োজন। এ পরীক্ষার সময় স্তন ও বগলের গোটা ধরা পড়ে সহজে। অর্থাৎ ক্যানসার থাকলে প্রাথমিক পর্যায়েই তা ধরা পড়ে। স্তনে চাকা বা গোটাজাতীয় কিছু দেখা দিলে আতঙ্কে অস্থির হয়ে পড়তে পারেন যে কেউ। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়তে পারেন। তবে চাকা বা গোটাটি এতটা ভয়ের বিষয় না-ও হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে চিকিৎসকের পরামর্শ নিন। চাকা বা গোটা কেন হতে পারে, আনুষঙ্গিক আরও কী কী বিষয় খেয়াল করতে হয়, সে সম্পর্কে জানা থাকা ভালো। স্তনের একটা গোটা বড় বা ছোট হতে পারে। গোটাটি শক্ত...