
১০ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:২৬ পিএম বরগুনার আমতলী উপজেলার ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতিসহ অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের ভিত্তিতে অনাস্থা চেয়ে ইউনিয়নের ১০ জন সদস্য বরগুনা জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে চেয়ারম্যান মালার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। সোমবার (৬ অক্টোবর) নির্ধারিত শুনানিতে চেয়ারম্যান মালা উপস্থিত হননি। ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন সোহেলী পারভীন মালা। অভিযোগকারীরা জানান, গত চার বছরে তিনি ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। চোর, ডাকাত, সন্ত্রাসী ও মাদকসেবীদের মাধ্যমে প্রতিপক্ষকে হয়রানি করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগে...