১০ অক্টোবর ২০২৫, ১২:৩৫ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জয়ের সম্ভাবনা নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ এবং আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এ বছর ট্রাম্প পুরস্কার পাননি, তবুও আগামী বছর তাকে নোবেলের জন্য মনোনীত করার শর্ত নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক মনোযোগ জন্মেছে। ইউক্রেন এবং তাইওয়ানসহ কিছু দেশ এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করেছে। এ বছরের নোবেল শান্তি পুরস্কার শুক্রবার ঘোষণা করা হবে। যদি ট্রাম্প না পান, তাহলে আগামী বছরে নতুন সুযোগ পেতে পারেন। এই প্রসঙ্গে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে সহায়তা করলে আমরা ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করব।’ অর্থাৎ, ট্রাম্প যদি ইউক্রেনকে বিশেষভাবে যুদ্ধবিরতির সুযোগ দেন, তবে তাঁকে নোবেলের যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। জেলেনস্কি...