নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল দারুণ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হেরেছে তারা। ছন্দে থাকা বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে নিগারদের লক্ষ্য জয় নিয়ে ফেরা। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার (১০ অক্টোবর) গুয়হাটির বারসাপাড়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। সর্বশেষ ম্যাচে গুয়াহাটির স্পিন নির্ভর উইকেটে বাংলাদেশের মেয়েদের দাপটে প্রায় আটকেই গিয়েছিল গত আসরের রানার্সআপ ইংল্যান্ড। তবে ফাহিমা খাতুনের বলে হিদার নাইটের আউট নিয়ে ভারতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে বাংলাদেশের ভাগ্যটা সুপ্রসন্ন হয়নি সেদিন। তবে ভালো খেলায় বাংলাদেশের মেয়েরা বেশ আত্মবিশ্বাসী আজকের ম্যাচ নিয়ে। ফাহিমা খাতুন ইংল্যান্ডের বিপক্ষে ছিলেন অপ্রতিরোধ্য। মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট তুলে...