ডিনামাইটের উদ্ভাবক সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে দেওয়া হয় বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার নোবেল। ১৯০১ সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে আসছে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার সদর দপ্তর নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত। প্রতিবছর শান্তিতে নোবেল দেওয়া কথা থাকলেও প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ বিভিন্ন সময়ে যোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠান না থাকায় মোট ১৯ বার তা স্থগিত করা হয়েছিল। তবে শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদের মধ্যে একজন আছেন যিনি এ পুরষ্কার পাওয়ার পরেও তা প্রত্যাখান করেছিলেন। শান্তিতে নোবেল প্রত্যাখান করা ওই ব্যাক্তির নাম লি ডাক থো। তিনি ১৯১১ সালে ভিয়েতনামের হান প্রদেশে জন্মগ্রহণ করেন। ভিয়েতনামের স্বাধীনতায় তার অবদান অসামান্য। ১ নভেম্বর ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া ভিয়েতনাম যুদ্ধ শেষ হয় ১৯৭৫ সালের ৩০ এপ্রিল। ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্র দক্ষিণ ভিয়েতনামের সরকারকে সমর্থন দিয়ে...