বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং নামটির সঙ্গে জুড়ে আছে এক অনন্য উজ্জ্বলতা। তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং আধুনিক নারীর প্রতীক। যিনি একসঙ্গে সৌন্দর্য, মেধা ও দৃঢ়তার প্রতিচ্ছবি। আজ এই প্রতিভাবান অভিনেত্রীর জন্মদিনে স্মরণ করা যাক তার জীবনের গল্প, সংগ্রাম আর সাফল্যের যাত্রা। ছবি: ইনস্টাগ্রাম থেকে ১৯৯০ সালের এই দিনে নয়াদিল্লিতে রাকুলের জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত, হাসিখুশি ও আত্মবিশ্বাসী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের জেসাস অ্যান্ড মেরি কলেজ থেকে গণিতে স্নাতক করার সময়ই শুরু হয় তাঁর মডেলিং ক্যারিয়ার। কলেজের ফ্যাশন শো, বিজ্ঞাপন ও কনটেস্টে নিয়মিত অংশ নিতে নিতে একসময় সেলুলয়েডের জগতে প্রবেশ করেন তিনি। মাত্র ১৮ বছর বয়সে, ২০০৯ সালে, তেলেগু চলচ্চিত্র গিলি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমায় নবাগতার ভূমিকা হলেও তার পর্দায় উপস্থিতি সবাইকে...