গ্রীষ্মকালীন অথবা আগাম শীতকালীন টমেটো চাষিদের একটি কমন সমস্যা হলো—টমেটোর ‘ব্লোজম অ্যান্ড রট রোগ’। যে কারণে কৃষকেরা না বুঝেই অযথা হাজার হাজার টাকার ছত্রাকনাশক স্প্রে করে থাকেন। তাতে সমস্যার সমাধান হয় না বরং সঠিক তথ্য না জানার কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। রোগের লক্ষণ১. টমেটোর তলায় একটি কালো দাগ দেখা যায়।২. প্রাথমিক পর্যায়ে এটি হালকা সবুজ থাকে।৩. টমেটো বড় হওয়ার সাথে সাথে দাগ বাদামি ও কালো হয়ে সংকুচিত হয়ে যায়।৪. অবশেষে ফলের তলভাগের অভ্যন্তরে কালো পচন দেখা যায়। ক্ষতির পরিমাণএ রোগের ফলে টমেটো খাওয়ার অনুপোযোগী হয়ে যায় এবং শতভাগ ক্ষতি হতে পারে। জৈব পদ্ধতিতে নিয়ন্ত্রণ> ক্যালসিয়ামসমৃদ্ধ পদার্থ যেমন- পোড়া চুন অথবা ডলোমাইট অথবা জিপসাম এইজেড অনুসারে মাটিতে ব্যবহার করুন।> পর্যাপ্ত পরিমাণে জৈব সার ব্যবহার করুন।> মাটি পরীক্ষা করে সুষম মাত্রায় সার...