নবীজি (সা.) পরিবারের নারীদের সঙ্গে যেমন উত্তম ব্যবহার করতেন, তেমনই তার চমৎকার ব্যবহার ছিল সমাজের অন্য নারীদের সঙ্গেও। মাঝে মাঝে নারীদের সঙ্গে রসিকতাও করতেন তিনি। এখানে আমরা নারীদের সঙ্গে নবীজির (সা.) আচরণের কিছু দৃষ্টান্ত তুলে ধরছি। রাসুলের যুগে নারীরা ছিলেন জ্ঞানানুরাগী ও স্বাধীনচেতা। ব্যক্তিগত ও সামাজিক কোনো বিষয়ে নারীরা রাসুলকে (সা.) সরাসরি জিজ্ঞেস করতেন। ঋতুস্রাব, যৌনকামনা বা একান্ত বিষয়েও জিজ্ঞেস করতেন অকপটে, যেসব বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এ যুগের নারীরাও সংকোচবোধ করেন। নারী সাহাবিরা সঠিক মাসআলা জানার জন্য প্রশ্ন করতেন আর রাসুলও অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁদের কথা শুনতেন এবং সব প্রশ্নের উত্তর দিতেন। নবীজি (সা.) নারীদের জ্ঞান অর্জন ও জানার আগ্রহকে উৎসাহিত করতেন। তিনি মদিনার আনসারি নারীদের প্রশংসায় বলতেন, আনসার নারীরা কতই-না উত্তম! দীনের জ্ঞানার্জনে লজ্জা কখনো তাঁদের বিরত রাখতে...