‘অনন্ত দুঃখের দিন আর গেল না’ বলে দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এই দুঃখ প্রকাশ করেন তিনি। পোস্টে মারুফ কামাল লেখেন, ‘দুর্বিনীত দুর্বৃত্তদের হত্যার তাণ্ডব ও সীমাহীন উৎপীড়নের কালপর্ব পেরিয়েছি। এখন তুচ্ছাতিতুচ্ছ নরাধম ব্যক্তিদেরকেও মাথার ওপর ছড়ি ঘোরাতে দেখছি। তার এই পোস্টের প্রথমাংশ চব্বিশের গণঅভ্যুথানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে দেশ থেকে সব অত্যাচার জুলুমের অবসানের কথা উল্লেখ করা হয়েছে। তবে পরের অংশটি অর্থাৎ ‘তুচ্ছাতিতুচ্ছ নরাধম ব্যক্তিদেরকেও মাথার ওপর ছড়ি ঘোরাতে দেখছি’ বাক্যটি কাদের উদ্দেশে লিখেছেন, তা অনুমান করা গেলেও তিনি বিষয়টি পরিষ্কার করেননি। পরিশেষে সেই ‘তুচ্ছাতিতুচ্ছ নরাধম ব্যক্তিদের ছড়ি ঘোরানোতে’ পেরেশান দেশের জনগণের জন্য তিনি আফসোস...