নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। পুরস্কার জয়ের তীব্র আকাঙ্ক্ষা একাধিকবার অসংকোচে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণার আগে শেষ মুহূর্তে তিনি তাঁর পূর্বসূরি বারাক ওবামার শান্তিতে নোবেল অর্জনকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তিনি ওবামার বিরুদ্ধে ‘কিছু না করার’ অভিযোগ এনেছেন এবং তাঁকে ‘দেশকে ধ্বংস করার’ জন্য দায়ী করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কৃতিত্ব তুলে ধরেন। তিনি গাজায় শান্তি নিশ্চিত করা এবং ‘আটটি যুদ্ধ’ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ অর্জনের দাবি করেন। তবে জোর দিয়ে বলেন, তিনি কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি। নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন, বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এই সম্মান লাভ করেন। ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প...