পুলিশের কাছ থেকে আসামী ছিনতাই মামলার আসামি জহিরুল ইসলাম লিটনকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা। র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় গাজীপুর মহানগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবী, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে র্যাব জানায়। গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল জানান, গ্রেফতারকৃত আসামি জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা চৌরাস্তায় চিহ্নিত সন্ত্রাসী। গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বরমীর কায়েতপাড়া এলাকায় চাঁদাবাজীসহ ত্রাসের রাজত্ব বজায় রাখতে ৪ রাউন্ড...