সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সালেহা পাগলী নামে এক ভিখারির ঘরে দুই বস্তায় মোট সোয়া এক লাখ টাকা পাওয়া গেছে। স্থানীয় ছয়/সাতজন পাঁচ ঘণ্টা ধরে গুনে ওই টাকা সালেহার একমাত্র ওয়ারিশ মেয়ের জন্য দিয়েছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার মাছুমপুর মহল্লায় এ টাকা গণনা করেন স্থানীয়রা। দুপুর থেকেই টাকা গোনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে এক, দুই, পাঁচ, দশ, বিশ, পঞ্চাশ ও একশ, দুইশ এবং পাঁচশ টাকার নোট ছিল। সব মিলিয়ে এব লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া গেছে। এছাড়া অনেক টাকা নষ্ট হয়ে গেছে। সালেহা মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। তিনি সালেহা পাগলী নামেই এলাকায় পরিচিত। তিনি রায়পুর ১ নম্বর মিলগেটে শ্রমিকদের পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দায় একাই থাকতেন। স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসু জানান,...