চট্টগ্রাম:গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন সরবরাহ এলাকায় প্রায় প্রতিদিনই কম-বেশি বৃষ্টি হয়েছে। এতে বাজারে সবজির সরবরাহ কমে যায়।যার কারণে বেড়েছে দাম। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে তিন-চার দিন ছুটি ছিল।ফলে কমেছে ভারত থেকে আমদানি করা বেশকিছু সবজি। গত দুই সপ্তাহ ধরে বাজারে অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। এরমধ্যে আবার ১০ টাকা বেড়েছে ডিম ও মুরগির দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। শুক্রবার (১০ অক্টোবর) সকালে নগরের বহদ্দারহাট, চকবাজার ও কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে সবজির বাজারের এ চিত্র দেখা গেছে। তবে ভ্যানে, ভ্রাম্যমাণ দোকানে শাকসবজির দাম কেজিতে অন্তত ৫টাকা কমে বিক্রি হতে দেখা গেছে। বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়, গাজর ৭০ টাকা, চায়না গাজর ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, গোল বেগুন ৮০ থেকে ১০০ টাকা,...