রাজশাহীর নওহাটায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক মারা গেছেন। নিহত অধ্যাপক ড. শিব শংকর রায় রাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন। এই ঘটনায় আরও এক শিক্ষক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-পবা থানা এলাকার নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বলছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে বের হয়েছিলেন দুজন। পথে তাঁদের মোটরসাইকেলটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই নিহত হন অধ্যাপক শিব শংকর। এ সময় সঙ্গে থাকা দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...