ফ্রান্সে রাজনৈতিক সংকট তীব্রতর হয়েছে। একের পর এক প্রধানমন্ত্রীর পদত্যাগ, জাতীয় সংসদে গভীর বিভাজন এবং জনগণের আস্থাহীনতার কারণে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, ম্যাক্রোঁর ঘনিষ্ঠ সহযোগীরাও তার পদত্যাগ চাইছেন। ফলে ফ্রান্সের গণতন্ত্রের ভবিষ্যৎ আজ গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দেশটির সংবাদ মাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোর জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতীয় সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন ঘোষণা দেওয়ার পর নির্বাচনের ফলাফল থেকে দেখা গেছে নতুন সংসদ আগের চেয়েও বিভক্ত। এই অস্থির পরিস্থিতির জেরে এক বছরেরও কম সময়ে চতুর্থ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এর মধ্যদিয়ে ফ্রান্সে দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার অশুভ চক্রের সূচনা হয়েছে।আরও পড়ুনআরও পড়ুন৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন ম্যাক্রোঁ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপসহ...