১০ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৬ এএম কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার মানিকারচর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করে। স্থানীয় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাতেন খন্দকার বলেন, রাতে ডিবির একটি দল এসে তাজুল ভাইকে নিয়ে গেছে। তবে কেন বা কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তা আমরা জানি না। তাজুল ইসলামের গ্রেফতার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে আইন প্রয়োগের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন স্থানীয় রাজনৈতিক টানাপোড়েনের অংশ হিসেবেই অভিযানটি চালানো হয়েছে। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...