চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আর্থিক অনিয়মে অভিযুক্ত এক কর্মকর্তাকে বিভাগীয় ব্যবস্থা না নিয়ে বরং পদোন্নতি দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ব্যাপক সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত বাতিল করে আবার আগের পদে ফিরিয়ে দেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) সাড়ে তিন কোটি টাকার আত্মসাতের ঘটনায় চসিকের অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীর দায়িত্বে অবহেলা পেয়েছিল এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ উপেক্ষা করে তাকে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেয় চসিক। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর মাত্র ছয় দিনের মাথায় সেই পদোন্নতির আদেশ বাতিল করে আবার আগের পদে ফিরিয়ে দেওয়া হয় তাকে। চসিক সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর হুমায়ুন কবির চৌধুরীকে অতিরিক্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে পদোন্নতি দিয়ে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা করা হয়। চসিকের ভারপ্রাপ্ত...