এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচে বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে। নাটকীয় ম্যাচটিতে দারুভাবে লড়াইয়ে ফিরেও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়েছে স্বাগতিকদের। রাফায়েল মেরকিয়েসের ইনজুরি টাইমের হ্যাটট্রিকে হংকং দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছেড়েছে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল হয়েছে পাঁচটি। এর আগে ১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গিয়েছিল দু’দল। ইনজুরি টাইমে শমিত সোমের গোলে ৩-৩’এ সমতা ফিরিয়ে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। কিন্তু আবারো সেই শেষ মুহূর্তের গোল হজমে বাংলাদেশকে মাথা নত করেই মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচের ১৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে হামজা বল জালে জড়ান (১-০)। হামজার জোড়লো শটটি প্রতিপক্ষ ডিফেন্ডারের মাথায় লাগলে হংকংয়ের গোলরক্ষক ইয়াপ হুয়াং লাফিয়ে উঠেও তা আটকাতে পারেননি। এনিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। এর আগে জুনে প্রীতি...