
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমানবাহিনী। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার জানিয়েছে, সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক এই হামলায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। হামলায় তার ঘনিষ্ঠ সহযোগী কারি সাইফুল্লাহ মেসুদসহ আরও কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, কাবুলে নূর ওয়ালি মেসুদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তার গাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যদিও স্থানীয় সংবাদমাধ্যমগুলো এখনো তার নিহত হওয়ার খবর নিশ্চিত করেনি, তবে সূত্রগুলো জানিয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় মেসুদ প্রকাশ্যে গাড়িতে যাচ্ছিলেন। টিটিপি পাকিস্তানের সবচেয়ে বড় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন, যার নেতৃত্বে থাকা নূর ওয়ালি বহু বছর ধরে পাকিস্তানের ‘সবচেয়ে ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।...