বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১০ অক্টোবর)। দিবসটি উপলক্ষে এস এম সুলতান ফাউন্ডেশন ও নড়াইল জেলা প্রশাসনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নড়াইল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ সকালে এস এম সুলতানের রুহের মাগফেরাত কামনা, শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, শিশুস্বর্গে শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান জানান, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযথভাবে পালনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এস এম সুলতান। তার ডাক নাম ছিল ‘লাল মিয়া’। দারিদ্রতার মাঝে বেড়ে ওঠা এস এম সুলতান...