তিন বছরের বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। কিন্তু এই সময়জুড়ে তার দল নির্বাচন, কৌশল এবং খেলোয়াড় বদলের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক কম হয়নি। হংকংয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পরও সেই সমালোচনা নতুন করে মাথাচাড়া দিয়েছে।এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে দারুণ পারফর্ম করা যুক্তরাষ্ট্র প্রবাসী জায়ান আহমেদকে ক্যাবরেরা নামান ম্যাচের ৭৫তম মিনিটে। মাঠে নামার পর লেফট-ব্যাক পজিশনে তার গতি ও পাসিংয়ে খেলার গতি বদলে যায়। পাশাপাশি বদলি হিসেবে নামা সামিত সোম ও ফাহমিদুলও ম্যাচে প্রাণ ফেরান। এমনকি জামাল ভূঁইয়া নেমে ডিফেন্সিভ মিডফিল্ড শক্তিশালী করে তুললেও, তাদের সবাইকে প্রথমার্ধে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েই উঠেছে প্রশ্ন।ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরাকে জিজ্ঞাসা করা হয়, তার ভুল একাদশ নির্বাচনই কি হারের কারণ? উত্তরে তিনি বলেন, ‘প্রথমার্ধটাই ছিল বাংলাদেশের সেরা সময়। আমি...