
ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির পরিকল্পনা অনুমোদন করেছে বলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ঐতিহাসিক অগ্রগতি বলে মন্তব্য করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ধন্যবাদ জানিয়েছেন। কুশনার ও উইটকফ ইসরাইলি মন্ত্রিসভার বৈঠকেও উপস্থিত ছিলেন। ট্রাম্প জানিয়েছেন, আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই ইসরায়েলের কাছে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হতে পারে।চুক্তির প্রথম ধাপে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির পাশাপাশি ইসরায়েল শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে, গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করবে এবং প্রতিদিন শত শত ট্রাক মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোশ বেদরোসিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির চুক্তি কার্যকর হলে সেনারা গাজা উপত্যকার একটি নির্দিষ্ট অঞ্চলে...