তবে প্রশাসনের চোখে এটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশনসহ গুরুত্বপূর্ণ ভবনের প্রবেশপথ প্রায়ই দোকানদারদের জন্য অবরুদ্ধ হয়ে পড়ত। ফলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছিল। শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান,“যে দোকানগুলো রাস্তার ওপর যান চলাচলে সমস্যা সৃষ্টি করছিল, সেগুলো সরিয়ে দেওয়া হয়েছে। এখানে কে ভাইরাল, আর কে ভাইরাল না, তা আমাদের জানা নেই।” তিনি আরও বলেন,“জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ ভবনের সামনে রাস্তা বন্ধ করার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও নির্বাচন কমিশনের অনুরোধে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।” স্থানীয়রা জানান, প্রথমদিকে এই জায়গাটি ছিল নিরিবিলি ও শান্তিপূর্ণ। সন্ধ্যায় হাঁটাহাঁটির জন্য ভালো স্থান ছিল। কিন্তু হঠাৎ করেই ফুড ব্লগার ও কনটেন্ট নির্মাতাদের আগমনে পরিবেশ বদলে যায়। কেক বিক্রির পাশাপাশি নানা ধরনের কর্মকাণ্ড...