এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচে শেষ মুহূর্তের গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের পর স্বাভাবিকভাবেই সমালোচনা উঠেছে বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে। তার ম্যাচ পরিকল্পনা ও কৌশল নিয়ে প্রশ্ন উঠছে। এর আগেও বিভিন্ন সময় তাকে সারনোর দাবি উঠেছে। গতকাল (৯ অক্টোবর) ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের কাছে কাবরেরার বিষয়ে জিজ্ঞেসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। এতে এশিয়ান কাপ বাছাইয়ের তিন রাউন্ড শেষে দুই হার আর এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চার নম্বরে আছে বাংলাদেশ। ম্যাচ শেষে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় এক সাংবাদিক তাবিথকে জিজ্ঞাসা করেন, এর পরও কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে দেখা যাবে কি না? বাফুফে সভাপতি বিষয়টি এড়িয়ে গিয়ে...