চট্টগ্রাম:বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ইতিহাসে ওলামা-মাশায়েখরা জুলুমের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিলেন। ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ এবং মহান মুক্তিযুদ্ধসহ সকল স্বাধীনতা আন্দোলন, স্বাধিকার আন্দোলন এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ওলামা-মাশায়েখের ভূমিকা ইতিহাসের অবিচ্ছিন্ন অংশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় রাজমহল কমিউনিটি সেন্টারে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের সাথে লোহাগাড়া উপজেলা জামায়াতের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানেও মাদ্রাসা শিক্ষার্থীসহ শতাধিক আলেম শাহাদাতবরণ করেছেন, পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন।ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে ওয়াজ-নসিহত ও জুমায় খুতবা দেওয়ার কারণে অনেকে চাকরি হারিয়েছেন। জুলাই আন্দোলনের পক্ষে বক্তব্য দেওয়ার অসংখ্য আলেম অপদস্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন, চাকরিচ্যুত হয়েছেন এবং শাহাদাতবরণ করেছেন। মাদ্রাসা শিক্ষার্থীসহ...