নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার (১০ অক্টোবর) ঘোষণা করা হবে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম। এ বছর এই পুরস্কারের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে দাবি করেছেন যে পুরস্কারটি তার পাওয়া উচিত। তবে যদি ট্রাম্প বিজয়ী না হন, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হবে, তা নিয়ে নরওয়েতে উদ্বেগ তৈরি হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। নরওয়ের স্যোশালিস্ট লেফট পার্টির বৈদেশিক নীতির মুখপাত্র ট্রাম্পের যেকোনো ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় সতর্ক করে বলেছেন, “ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উগ্রপন্থার দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বাকস্বাধীনতার ওপর আক্রমণ করছেন, গোপন সিক্রেট সার্ভিস সদস্যদের প্রকাশ্যে রাস্তায় নামিয়ে মানুষকে অপহরণ করছেন, এবং আদালত ও সংস্থাগুলোর ওপর দমন-পীড়ন চালাচ্ছেন। যখন এমন এক উগ্র ও একনায়ক মার্কিন প্রেসিডেন্ট আমাদের সামনে, তখন যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।”...