যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র র্যাংকিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় শীর্ষ ৮০০-এর মধ্যে স্থান করে নিতে পারেনি। সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে টাইমস এই র্যাংকিং প্রকাশ করে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৫’-এ বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে প্রথম ৮০০ থেকে ১০০০-এর মধ্যে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিয়েছে। এগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম ১০০০ থেকে ১২০০-এর মধ্যে স্থান করে নিয়েছে। এ বছরের র্যাংকিংয়ে কিছুটা এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘প্রাচ্যের অক্সফোর্ড’ খ্যাত বিশ্ববিদ্যালয়টি গত বছর ১০০০ থেকে ১২০০তমের মধ্যে থাকলেও এবার ৮০১ থেকে ১০০০-এর তালিকায় প্রবেশ করেছে।...