১০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৪ এএম বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের সহোদর অভিনব কাশ্যপ এবার শাহরুখ খানকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন। শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম ‘মান্নাত’ এবং দুবাইয়ের বাড়ির নাম ‘জান্নাত’- এ নাম দুটির বিশ্লেষণ টেনে এই বিতর্কিত মন্তব্য করলেন তিনি।অভিনব বলেন, এই দেশ থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই, কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব নিজ মন্তব্যের ব্যাখ্যা দেন। তার ভাষ্যে, ‘শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জান্নাত। আর মুম্বাইয়ের বাড়ির নাম মান্নাত। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে...