নেত্রকোনার বাজারে আগাম শীতকালীন সবজি আসতে শুরু করলেও এখনো অধিকাংশ সবজির দাম চড়া রয়েছে। সপ্তাহের ব্যবধানে বাজারে দামের তেমন পরিবর্তন দেখা যায়নি। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকে নেত্রকোনার মেছুয়া বাজারে বিক্রেতারা সবজি নিয়ে আসা শুরু করেন। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। স্থানীয় চাহিদা পূরণের জন্য অনেক সবজি আসে কুষ্টিয়া ও অন্যান্য জেলার পাইকারি বাজার থেকে। আজকের পাইকারি বাজারে কেজিপ্রতি বেগুন বিক্রি হচ্ছে ৪৫–৫৫ টাকায়, পটল ৪০–৫০ টাকায়, কাকরোল ৪০–৫০ টাকায়, মুলা ২৫–৩০ টাকায়, কাঁচা পেঁপে ১০–২০ টাকায় এবং বিভিন্ন কচুমুখি ৪০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগাম শীতকালীন সবজির মধ্যে স্থানীয় টমেটো ১৩০–১৫০ টাকায়, আমদানিকৃত টমেটো ১০০ টাকায়, সিম ১৪০ টাকায়, ফুলকপি ৯০–১০০ টাকায় এবং ধনিয়া পাতা ২০০ টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে এখনো কাঁচামরিচের দাম উঁচু।...