ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির ঐতিহাসিক চুক্তিতে শুক্রবার অনুমোদন দিয়েছে ইসরাইলের মন্ত্রিসভা। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম স্থগিত হবে এবং এর ৭২ ঘণ্টার মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্র উপত্যকাটিতে ২০০ সৈন্য মোতায়েন করবে বলে জানানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, শুক্রবার ভোরে ইসরাইলি মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। মধ্যস্থতাকারীরা প্রায় ২৪ ঘণ্টা আগে এই চুক্তির ঘোষণা দেন। চুক্তি অনুযায়ী, ইসরাইলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই উদ্যোগে গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানে পর্যায়ক্রমে গাজা থেকে সৈন্য প্রত্যাহার করবে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্সের একে পোস্টে জানানো...