ভয়াবহ মাদকের দানবীয় থাবা, নিরুপায় পরিবার, অচল প্রশাসন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। সিরাজগঞ্জ:সারা দেশের মতো সিরাজগঞ্জ জেলার বেলকুচি, কামারখন্দ, উল্লাপাড়া, রায়গঞ্জ, তারাশ ও শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে ভয়ংকর এক দানবীয় তাণ্ডবের নাম—মাদক।এই মাদকের ফাঁদে পড়ে যুব সমাজ অকালেই হারাচ্ছে তাদের যৌবনের দীপ্তি, পরিবার হারাচ্ছে সমাজে সম্মান ও শান্তি। নিরুপায় হয়ে বাড়ির আঙিনায় মাদকসেবীদের ধ্বংসাত্মক তাণ্ডব সহ্য করছে সাধারণ মানুষ।মাদকাসক্তদের বেপরোয়া আচরণে পরিবারগুলো আজ দিশেহারা। হতাশার অন্ধকার ঘনীভূত হয়ে নিমজ্জিত করছে নিরীহ জীবনের আশা।এক সময়ের স্বপ্নময় তরুণেরা আজ পরিণত হচ্ছে সমাজের বোঝায়, আর মানবসৃষ্ট এই মাদকের মরণ ফাঁদে ভবিষ্যৎ প্রজন্মও ধীরে ধীরে ধ্বংসের পথে।রাষ্ট্রব্যবস্থা যেখানে মাদক বিক্রেতাদের কাছে অচল, সেখানে পরিবার ও সমাজ পরিত্রাণের পথ খোঁজে পাগলের মতো।‘উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশন’-এর অনুসন্ধানে জানা গেছে, মাদকসেবী...