কক্সবাজারে উখিয়ার কয়েকটি সীমান্ত এলাকার পাশাপাশি বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার অভ্যন্তর থেকে থেমে থেমে ভেসে আসছে গোলাগুলির প্রচন্ড শব্দ; এতে আতংকে রয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকায় গোলাগুলির শব্দ ভেসে আসার ঘটনা ঘটে বলে জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। স্থানীয়দের বরাতে তিনি জানান, রাতে পালংখালী ইউনিয়নের ধামনখালী, বালুখালী, রহমতের বিল, নলবনিয়া, আঞ্জুমান পাড়া সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির প্রচন্ড শব্দ ভেসে আসতে শুনেছেন বলে স্থানীয়রা জানায়। পার্শ্ববতী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তেও গোলাগুলির শব্দ ভেসে আসার খবর পাওয়া গেছে। এতে স্থানীয়দের মাঝে ভীতির সৃষ্টি হয়েছে। গোলাগুলির শব্দ ভেসে আসার সময় কেউ কেউ নিজ বাড়ীতে নিরাপদে অবস্থান নেন। অনেকে উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত জেগে কাটাচ্ছেন। মধ্যরাত ১ টা...