দেশের মাটিতে হংকংকের কাছে জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। এই পরাজয়ের পেছনে কোচ হাভিয়ের কাবরেরার ভুল পরিকল্পনার দায় দেখছেন অনেকেই। কাবরেরা নিজেও ম্যাচ শেষে দায় স্বীকার করেছেন। এখন প্রশ্ন হলো- কাবরেরাকে কি কোচ হিসেবে আরও সুযোগ দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)? অনেকদিন ধরেই কাবরেরাকে নিয়ে দেশের ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সমালোচনা আছে। অনেক ফুটবল বিশ্লেষকও তার বিদায় চান। গতকাল রাতে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে হারের পর যা আবারও সামনে এসেছে। ম্যাচের কৌশল, খেলোয়াড়দের পজিশনিং এবং গেমটাইম নিয়ে তাঁর বিভিন্ন সিদ্ধান্ত দলের জন্য ক্ষতির কারণ হয়েছে মনে করেন সমালোচকেরা। গতকাল ম্যাচ শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল যখন স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়- কাবরেরাকে কি কোচ হিসেবে রাখা হবে? জবাবে হাসতে হাসতে তাবিথ আউয়াল বলেন, ‘এখন এগুলো...