ঘড়ির কাঁটা তখন বেলা ৩টা ছুঁইছুঁই। দর্শকে ভরে গেছে ঢাকা জাতীয় স্টেডিয়াম। অথচ ম্যাচ শুরু রাত ৮টায়। শয়ে শয়ে সমর্থক নিয়ে হাজির ফুটবল আলট্রাস। উৎসবের আমেজ। টিকিট নিয়ে অপেক্ষা। লাল-সবুজ পতাকা অনেকের হাতে। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর ছাত্র নাহিয়ান এবেদিনের গায়ে ফুটবল আলট্রাসের কালো টি-শার্ট। স্টেডিয়ামে ঢোকার অপেক্ষায়। ফুটবলের সমর্থক এই সংগঠন তাদের সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা করেছে। স্ত্রী ও পাঁচ বছরের আরিয়ান সামিকে নিয়ে গ্যালারিতে আয়মান সাহিল। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি হামজার পাঁড় ভক্ত। স্ত্রী ও ছেলেকে নিয়ে মাঠে এসেছেন হামজার খেলা দেখতে। সাহিলের কথায়, ‘যখন থেকে বাংলাদেশ দলে হামজা যুক্ত হয়েছেন, তখন থেকেই আমি তার ভক্ত। আমার কাছ থেকে হামজার গল্প শুনে স্ত্রীও তার ভক্ত হয়ে গেছে। তাই আমরা দুজন মাঠে এসেছি হামজার খেলা দেখতে।’ মিরপুর থেকে...