শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবিদ্বার উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ করেন। জানা যায়, দেবিদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্টগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এ সড়কের সংস্কার বা উন্নয়ন হয়নি। ফলে ভেঙে অসংখ্য বড় বড় গর্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। ভাঙা আর বড় বড় গর্তের কারণে সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে থাকে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। হাসনাত আবদুল্লাহর এ প্রতিবাদের সময় এলাকাবাসীও তার সঙ্গে যোগ দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এ সড়কে মানুষ আসা-যাওয়া করে। কয়েকদিন আগে এ সড়কে একটা ছেলে মারা গেছে। সড়ক সংস্কার না করলে...