
ভেনেজুয়েলার সঙ্গে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শুক্রবার রাতে। মেজর লিগ সকারে ইন্টার মায়ামির গুরুত্বপূর্ণ খেলা শনিবার রাতে। লিওনেল মেসি খেলবেন কোন ম্যাচটিতে, এই নিয়ে এখন চলছে জল্পনা। দুটি ম্যাচই ফ্লোরিডায় বলে শেষ মুহূর্ত পর্যন্ত সময় আছে সিদ্ধান্ত নেওয়ার। মেসি অবশ্য জাতীয় দলের সঙ্গেই অনুশীলন করছেন এখন। তবে জাতীয় দলের হয়ে খেলার নিশ্চয়তা তাতে নেই। বিশ্ব চ্যাম্পিয়নদের ম্যাচটি প্রীতি ম্যাচ। ইন্টার মায়ামির ম্যাচটির গুরুত্ব সেদিক থেকে বেশি। লিগে সবচেয়ে বেশি পয়েন্টের স্বীকৃতি সাপোর্টার্স শিল্ড ধরে রাখার সুযোগ আর নেই। এবার তা জিতে নিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তবে লিগের বাকি ম্যাচগুলি ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ প্লে-অফের দিকে তাকিয়ে। মেজর লিগ সকারের দুই কনফারেন্সেই শীর্ষ চার দল প্লে-অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে খেলার সুবিধা পেয়ে থাকে। জাতীয় দলের ম্যাচের কারণে মেসি ছাড়াও আরও পাঁচজন ফুটবলারকে...